নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরে এক সাংবাদিকের বাসার একটি ফ্ল্যাট থেকে ৪টি ফোন খোয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভাড়াটিয়াবেশে চোরচক্র কৌশলে ঘরে ঢুকে ফোনগুলো হাতিয়ে নিয়ে দ্রুত পালিয়ে গেছে। একই দিনে হুজুরপাড়া এলাকার একটি বাসা থেকে আরেকটি ফোন খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম।
ভুক্তভোগী এস এম রিয়াদ আরেফিন জানান, তিনি সপরিবারে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৯ নম্বর গলির ৫৩৬ নম্বর (সাবেক ১) নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে থাকেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮ টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার পরিবারের ব্যবহৃত ৩টি স্মার্ট ফোন ও ১টি বার্টন ফোন খোয়া যায়। ফোনগুলো রুমের ভেতর ড্রেসিং টেবিলে রাখা ছিল।
তার পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ফ্ল্যাটের মূল দরজা ভিড়িয়ে নিচ থেকে নাস্তা আনতে যান রিয়াদ আরেফিন। এ সময় কে বা কারা রুমে ঢুকে মুহুর্তের মধ্যে ৩টি স্মার্ট ফোন ১. One Plus Nord CE4 Kite, IMEI-867790074664994, IMEI-867790074664986, Redmi A3, IMEI-868565077805813, IMEI-868565077805821, IMEI-868565077805821, ৩. Realme C55, IMEI-864215061407051, IMEI-864215061407044 এবং ৪. SYMPHONY D43 বার্টন ফোন, যার IMEI-35614580693887, IMEI-356145806937895, মোট ৪টি ফোন হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। বিষয়টি টের পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজ করেও তা আর পাওয়া যায়নি। পরে বেলা ১১.৫৯ মিনিটের দিকে থানায় গিয়ে একটি জিডি (জিডি নং-১১৫৯) করেছেন রিয়াদ আরেফিন। এর আগেও দু’দফায় একটি আইফোনসহ ৩টি স্মার্ট ফোন খোয়া যায় তার। সে ঘটনায় থানায় জিডি করা হলেও এখনও তার কোনো হদিস মেলেনি।
ভুক্তভোগীর বড় ভাই দৈনিক সবুজ বাংলার অপরাধ বিষয়ক প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক এস এম দেলোয়ার হোসেন বলেন, প্রায় ৩ বছর আগে আমার রুম থেকেও অপো ও স্যামসং ব্র্যান্ডের দু’টি স্মার্ট ফোন রুম থেকে চুরি করে নিয়েছে চোরচক্র। বোরকা পরিহিত অপরিচিত দুই নারী ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে আমার রুমে ঢুকে ফোন দু’টি চুরি করে দ্রুত পারিয়ে যায়। ওই ঘটনায় থানায় জিডি করলেও পুলিশ তা এখনও উদ্ধার করতে পারেনি।
এদিকে গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডের হুজুরপাড়ার সেলিম মিয়ার ভাড়া বাসা থেকে ভাড়াটিয়া জান্নাতুল ফেরদৌস জ্যোতির ব্যবহৃত স্মার্ট ফোন খোয়া গেছে। ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস জ্যোতি বলেন, ঘটনার সময় তিনি ঘুমে ছিলেন। উঠে দেখি আমার ব্যবহৃত (Realmi 11Pro 5G, hvi IMEI-1-467288060434670, IMEI-2-867288060434662) স্মার্ট ফোনটি নেই। পরে বেলা ১১.৫৮ মিনিটে থানায় গিয়ে একটি জিডি ( জিডি নং-১১৫৮) করেছি।
এ বিষয়ে জানতে চাইলে জিডি’র তদন্ত কর্মকর্তা এএসআই মো. সাইফুল ইসলাম বলেন, পৃথকভাবে স্মার্ট ফোন খোয়া যাওয়ার বিষয়ে থানায় পৃথক দু’টি জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, থানায় জিডি হয়েছে। খোয়া যাওয়া ফোন উদ্ধারে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন